Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
রেজিস্ট্রেশন সংক্রান্ত ফিস, স্ট্যাম্প শূল্ক ও করের তালিকা
বিস্তারিত

 

রেজিস্ট্রেশন সংক্রান্ত তথ্যাদি, রেজিস্ট্রেশন সংক্রান্ত  ফিস, স্ট্যাম্প শূল্ক ও করের তালিকা ঃ (রেজিস্ট্রি অফিস সমূহের জন্য)

             জমি কেনার পূর্বে যা জানা প্রয়োজন

১. সম্পত্তির মালিকানা

২. হাল রেকড অনুযায়ী খতিয়ান ও দাগ নম্বর

৩. নকশা অনুযায়ী জমির অবস্থান ও পরিমাণ

৪. হিস্যা অনুযায়ী বিক্রেতার প্রাপ্য অংশ

৫. হাল সন পযন্ত ভূমি উন্নয়ন কর পরিশোধ

৬. বায়া দলিল সমূহ

৭. প্রযোজ্য ক্ষেত্রে নামজারি, খারিজ খতিয়ান

৮. সরকারি সম্পত্তি কিনা যাচাই

৯. বিক্রেতা অন্য কারো সাথে বায়না চুক্তি সম্পাদন করেছেন কিনা যাচাই

 

 

             দলিলের বিবরণ দলিল দাখিলের সময় ঃ

             সকাল ৯:০০ হইতে বিকাল ৩:০০ ঘটিকা

নিবন্ধনকারী কর্মকর্তার নিকট উপস্থাপন এবং দলিলের সহিত সংযুক্ত করার জন্য প্রয়োজনীয় কাগজপত্রঃ 

১. সঠিক মূল্যমানের পে অ র্ডার  ও স্ট্যাম্প শূল্ক

২. হাল সনের খাাজনার রশিদ এর মূলকপি ও ফটোকপি

৩. বায়া দলিল সমূহের মূলকপি ও ফটোকপি

৪. আর. এস খতিয়ানের মূলকপি ও ফটোকপি

৫. সর্শেষ খতিয়ানের মূলকপি ও ফটোকপি

৬. ডি.সি আর মূলকপি ও ফটোকপি

৭. দলিল দাতা ও গ্রহীতার সদ্যতোলা পাসপোর্ট আকারের রঙিন ছবি

৮. দলিল দাতা ও গ্রহীতার জাতীয় পরিচয়পত্র/পাসপোর্ট/জন্মনিবন্ধন এর মূল কপি ও ফটোকপি

৯. ওয়ারিশ সনদের মূল কপি ও েফটোকপি( প্রযোজ্য ক্ষেত্রে)

                           

 

 

 

রেজিস্ট্রেশন সংক্রান্ত ফিসের তালিকা

১.হেবার ঘোষনা, ট্রাস্ট, বন্টননামা, ব্যাংক বা অর্থিক প্রতিষ্ঠানের অনুকুলেবন্ধকি দলিল ও বায়নানামা ব্যতীত অন্যান্য দলিলে স্বত্ব, স্বার্থ ও অধিকারের মূল্য উল্লেখ থাকিলে তৎমূল্যের উপর-- ১%, তবে ন্যূনতম ১০০/- টাকা।

২. স্থাবর সম্পত্তির বিক্রয় চুক্তি বা বায়নানামা

সম্পত্তির মূল্য অনুর্ধ্ব ৫ (পাঁচ) লক্ষ হলে---৫০০/- টাকা

সম্পত্তির মূল্য ৫ লক্ষ টাকার উর্ধ্বে, কিন্তু অনুর্ধ্ব ৫০ লক্ষ হলে--১০০০/- টাকা

সম্পত্তির মূল্য ৫০ লক্ষ টাকার উর্ধ্বে হলে --২০০০/- টাকা

৩. হেবার ঘোষনা-----১০০/-

৪. দানের ঘোষনা------১০০/-

ট্রাস্ট দলিল

দলিলের মূল্য ৪০০০/- টাকা পর্যন্ত -----২%, ন্যূনতম ১০০/- টাকা

দলিলের মূল্য ৪০০০/- টাকার উর্ধ্বে হইলে ২৫০০/- টাকা 

৫. ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের অনুকুলে সম্পাদিত বন্ধকী দলিল

(অ) যে ক্ষেত্রের্ ঋণ বাবদ জামানতকৃত টাকার পরিমাণ অনুর্ধ্ব ৫ লক্ষ টাকা হলে----

জামানতকৃত টাকার ১%, কিন্তু ২০০/- টাকার কম নহে এবং ৫০০/- টাকার অধিক নহে।

(আ) যে ক্ষেত্রের্ ঋণ বাবদ জামানতকৃত টাকার পরিমাণ  ৫ লক্ষ টাকার উর্ধ্বে কিন্তু অনুর্ধ্ব বিশ লক্ষ টাকা হলে--

জামানতকৃত টাকার ০.২৫%, কিন্তু ১৫০০/ টাকার কম নহে এবং ২০০০/- টাকার অধিক নহে।

(ই) যে ক্ষেত্রের্ ঋণ বাবদ জামানতকৃত টাকার পরিমাণ ২০ লক্ষ টাকার উর্ধ্বে হলে---

জামানতকৃত টাকার ০.১০%, কিন্তু ৩০০০/- টাকার কম নহে এবং ৫০০০/- টাকার অধিক নহে।

(৬) পণমূল্যসহ অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অব অ্যাটর্নি----মূল্যের ২%, তবে সর্বনিম্ন ১০০/- টাকা এবং অনধিক ৪০,০০০/- টাকা।

(৭) উইল বা অচিয়তনামা----১০০/- টাকা।

(৮) তল্লাস ফিস

(ক) কোন নির্দিষ্ট অফিসে প্রতি দলিলে বর্ণিত সম্পত্তি বা ব্যক্তির নামে প্রতিটি ভুক্তি বাবদ ১ বছরের জন্য-----২০/- টাকা

(খ) িএকাধিক বছরের জন্য হইলে ১ম বছরের জন্য----২০/- টাকা

অতিরিক্ত প্রতি বছরের জন্য ----১৫/- টাকা, তবে শর্ত থাকে যে, তল্লাস ফি ১৫০/- টাকার অধিক হইবে না।

(৯) পরিদর্শন ফিস

১,৩,বা ৪ নং রেজিস্টার বহির প্রতি নকল বা অন্যান্য রেজিস্টার বহির প্রতি ভুক্তি অথবা অন্য কোন একটি নির্দিষ্ট দলিলের বা কোন ফাইলের বিশেষ একটি পত্র পরিদর্শনের জন্য---১০/- টাকা।

(১০) নকলের জন্য আদায়যোগ্য ফিস

(ক) বাংলায় লিখিত প্রতি ১০০ শব্দ বা উহার অংশবিশেষের জন্য---১০/-টাকা

(খ) ইংরেজিতে লিখিত প্রতি ১০০ শব্দ বা উহার অংশবিশেষের জন্য---১৫/-টাকা।

অগ্রাধিকার ভিত্তিতে নকল প্রদানের ক্ষেত্রে আদায়যোগ্য ফিস----অতিরিক্ত ফিস ৫০/- টাকা অথবা উক্ত নকল যদি ৪ পৃষ্ঠার অধিক হয়,তাহা হইলে প্রতি পৃষ্ঠার জন্য অতিরিক্ত ফিস ১৫/- টাকা হারে দিতে হইবে।

(১১) কমিশন ফিস 

রেজিঃ আইনের ৩১ ধারা মতে প্রতি দরখাস্তে ----৩০০/-টাকা

ভ্রমণ ভাতা (কর্মকর্তা)--১০/- টাকা (প্রতি কি.মি.),তবে সর্বনিম্ন--১০০/-টাকা

ভ্রমণ ভাতা (অফিস সহায়ক)--৬/- টাকা(প্রতি কি.মি.), তবে সর্বনিম্ন--৬০/-টাকা

রেজিঃ আইনের ৩৩(৩) ও ৩৮(২) ধারা মতে প্রতি দরখাস্তে ----২০০/-টাকা
রেজিঃ আইনের ৩৩(৩) ও ৩৮(২) ধারা মতে প্রতি দরখাস্তে ----১০০/-টাকা

পৌর বা শহর ৈএলাকার জন্য রেজিস্ট্রেশন কর্মকর্তার যানবাহন ভাড়ার জন্য সকল মেট্রোপলিটন শহর এলাকায়--৫০০/- টাকা, বিভাগীয় শহরে ৪০০/-টাকা, জেলা শহরে ৩০০/-টাকা, দেশের অন্যান্য পৌর এলাকায় ২০০/-টাকা।

(১২) পাওয়ার অব অ্যাটর্নি সম্পাদন প্রমাণিকরণের জন্য প্রদেয় ফিস

বিশেষ পাওয়ার অব অ্যাটর্নি---১০০/-টাকা

সাধারণ পাওয়ার অব অ্যাটর্নি---২০০/- টাকা

(১৩) স্মারকপত্র ও নকল প্রেরণ বাবদ আদায়যোগ্য ফিস

স্মারকপত্র প্রেরণের জন্য সর্বেোচ্চ---১০০/- টাকা

দলিলের নকল প্রেরণের জন্য সর্বেোচ্চ---৫০০/- টাকা

(১৪) দলিল নকল বাবদ আদায়যোগ্য ফিস

বালামে নকলের জন্য বাংলায় প্রতি ৩০০ শব্দ বা উহার অংশবিশেষের জন্য ১৬/- টাকা

বালামে নকলের জন্য ইংরেজিতে প্রতি ৩০০ শব্দ বা উহার অংশবিশেষের জন্য ২৪/- টাকা

বালাম থেকে নকল প্রদানের জন্য বাংলায় প্রতি ৩০০ শব্দ বা উহার অংশবিশেষের জন্য ২৪/- টাকা

বালাম থেকে নকল প্রদানের জন্য ইংরেজিতে প্রতি ৩০০ শব্দ বা উহার অংশবিশেষের জন্য ৩৬/- টাকা  

(১৫) বিলম্বে দলিল ফেরত গ্রহনের জন্য ---৫/- টাকা, তবে সর্বেোচ্চ ১০০/- টাকা

      

                        স্ট্যাম্প শূল্কের তালিকা

১. সাফ কবলা/দান/হেবানামা/বিল এওয়াজ হেবা/বিনিময়----মূল্যের ১.৫%

২. হেবা ঘোষনা/দানের ঘোষনা------২০০/- টাকা

৩. হলফ নামা---২০০/- টাকা

৪. বায়না চুক্তি--------৩০০/- টাকা

৫. নিরুপণ ------ মূল্যের ২%

৬. ওয়াক্ফ ------মূল্যের ২%

৭. বন্টন নামা-----৫০/- টাকা

৮. বন্ধকী দলিল

২০ লক্ষ টাকা পযর্ন্ত ---২০০০/- টাকা

২০ লক্ষ টাকার উধ্বে কিন্তু ১ কেটি পযন্ত ৫০০০/- টাকা

১ কোটি টাকার বেশী হলে প্রথম ১ কোটির জন্য ৫০০০/- টাকা, অবশিষ্ট ঋণ বাবদ ০.১০%

----------------------চলমান---------------